নারী ও ধর্ম
প্রাতিষ্ঠানিক ধর্মের নারী-বিদ্বেষী মনোভাব বোধহয় পৃথিবীর সকল ধর্মের ক্ষেত্রেই প্রণিধানযোগ্য। মানুষকে গোষ্ঠীতে বিভক্ত করা, ঈশ্বরের ধারণাকে ব্যবসায়িক আয়ের উৎসে পরিণত করা, ও সামাজিক, রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করা – মনে রাখতে হবে এধরনের উদ্দেশ্য নিয়েই প্রাতিষ্ঠানিক ধর্মের প্রতিষ্ঠা। যীশু অথবা বুদ্ধের আত্মত্যাগ, পরবর্তীতে সেই ধর্মের ব্যবসায়ীদের কাছে পণ্য ছাড়া আর কিছুই হয়ে উঠতে পারেনি। নারীকেও তাই ধর্মের পণ্ডিতেরা দ্বিতীয় শ্রেণির ভোগ্যবস্তু ভিন্ন আর কোনও কিছুই ভেবে উঠতে পারেননি।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 04 November, 2023 | 410 | Tags : Women and Religion Feminism Comparative Religion Gender Discrimination